28/05/2021

সতী - স্বপন বসু



সতী
স্বপন বসু




নিবেদন


বছর তিনেক আগে পুরোনো কাগজের ফাইল ঘাঁটতে ঘাঁটতে মনে হয়েছিল নিরাপদ দুরত্বে দাঁড়িয়ে মোহমুক্তভাবে সতীপ্রথা নিয়ে চিন্তাভাবনা করার সময় বোধহয় এসেছে। বিষয়টি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম, সতী সম্পর্কে আর যাই হোক তথ্যের কোনো অভাব নেই। বিচিত্র সেইসব তথ্য বিশ্লেষণ করে মনে হল, সতী সম্পর্কে প্রচলিত অনেক ধারণাই ঠিক নয়। ঠিক যে নয়, সেটা দেখানোই এই বইয়ের উদ্দেশ্য। সতীপ্রথা নিয়ে চিন্তাভাবনা করার পর যে কয়েকটি বিষয় আমাদের বিশেষভাবে মনে হয়েছে তা হলঃ 
  (১) জোর করে মেয়েদের সতী করা হত, এ০ধারণাটা একেবারেই ঠিক নয়, শতকরা ৯৯টি মেয়েই সতী হয় স্বেচ্ছায়,
 (২) সতী যারা হত তারা সবাই আক্ষরিক অর্থে 'সতী' নয়, অনেকেই রীতিমত 'অসতী',
 (৩) আমাদের দেশেই নয়, সতীপ্রথা কোনো-না-কোনোরূপে একসময় সারা পৃথিবীতেই ছিল, 
 (৪) সতীপ্রয়ার বিরুদ্ধবাদীদের নায়ক রামমোহন-তাঁর দুর্ভাগ্য, হয় ভক্তরা তাঁকে মাথায় তুলেছেন, অথবা বিরোধীরা তাঁকে পথে বসিয়েছেন। অথচ সতীবিষয়ে তাঁর প্রকৃত ভুমিকাটি কি- তথ্যনিষ্ঠভাবে কেউই দেখাতে চেষ্টা করেননি। 
 (৫) সতীপ্রথা নিয়ে একসময় পত্রপত্রিকায় কি প্রচন্ড শোরগোল উঠেছিল, সমাজজীবন কেমন টালমাটাল হয়ে পড়েছিল-তার একটু আভাস আমরা সমকালীণ পত্রিকা থেকে উদ্ধার করে পাঠকদের দেবার চেষ্টা করেছি। আমাদের আগে এ-কাজ কেউ করেছেন বলে আমাদের জানা নেই। 
আলোচ্য বিষয়টি যথেষ্ট গুরুগম্ভীর হলেও আমরা চিত্তাকর্ষক ভঙ্গিতে তা পরিবেশন করার চেষ্টা করেছি, এবং সেই কারণেই প্রচুর সতী-ঘটনা আমরা তুলে ধরেছি। প্রসঙ্গত বলে রাখি, এ বইতে এমন একটি লাইনও ব্যবহৃত হয়নি যা ইতিহাসনির্ভর নয়। 




সুচী
সতী-যুগে যুগে ---- ১-২২
'সতী বা অসতী তোমাতে বিদিত' ---- ২৩-৩১
সতীর জাতি ও বিত্ত ---- ৩২-৩৭
'সতী' তুমি - 'মাতা' নহ? ---- ৩৮-৪৩
সতী-তোমার বয়স কত? ---- ৪৪-৫৪
হাঁ, জোর করে সতী করা হত ---- ৫৫-৬৬
না, জোর করে সবাইকে সতী করা হত না ---- ৬৭-৮৬
কেন মেয়েরা সতী হত? ---- ৮৭-৯৭
সতী-বিরোধী আন্দোলন-যুগে যুগে ---- ৯৮-১২২
রামমোহন ঠিক কি করেছিলেন? ---- ১২৩-১৪০
সতী নিবারণ-সমকালীন প্রতিক্রিয়া ---- ১৪১-১৬১
ইতিহাসের একটি বিস্মৃত অধ্যায় ---- ১৬২-১৭৬
পরিশিষ্ট। সতীর ছবি ---- ১৭৭-১৭৯
নির্দেশিকা ---- ১৮০-১৯৭
গ্রন্থপঞ্জী ---- ১৯৮-১৯৯
নির্থন্ট ---- ২০০-২০৪









sati soti Swapan Basu Bose itihas dhormo dharma kusongskar সতী স্বপন বসু বোস ইতিহাস ধর্ম কুসংস্কার

No comments:

Post a Comment