উপনিবেশ
নারায়ণ গঙ্গোপাধ্যায়
উপনিবেশ প্রথম পর্ব ১৩৪৮ সালে রচিত এবং ১৩৪৯-৫০-এ ভারতবর্ষে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
প্রথম কিস্তি প্রকাশিত হওয়ার পরেই বর্তমান বাংলার শ্রেষ্ঠ কথাকার অগ্রজপ্রতিম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একখানি স্বতঃপ্রণোদিত উৎসাহলিপিতে আমাকে অনুপ্রাণিত করেন। কবি-সুহৃদ জগদীশ ভট্টাচার্য, চির-হিতৈষী পবিত্র গঙ্গোপাধ্যায় এবং ভারতবর্ষ সম্পাদক পরম শ্রদ্ধাভাজন ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছ থেকেও বহুবিধ উৎসাহ ও সহায়তা পাই। আমার প্রথম উপন্যাসে এই শুভার্থীদের ঋণভার সাদরে ও সগৌরবে বহন করছি।
বন্ধু সন্তোষ গঙ্গোপাধ্যায়, সুরেন্দ্র ভট্টাচার্য এবং বান্ধবী আশা সান্যালকেও নানাদিক থেকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

No comments:
Post a Comment