রমাপদ চৌধুরী
ramapada choudhury, chowdhury
২৮ ডিসেম্বর ১৯২২ - ২৯ জুলাই ২০১৮
ঊপন্যাসিক এবং ছোট গল্পের লেখক। মৃণাল সেন পরিচালিত একাধিক-পুরষ্কারপ্রাপ্ত "খারিজ", এবং তপন সিনহা পরিচালিত "এক ডাক্তার কি মৌত" সহ তাঁর অনেকগুলি ঊপন্যাস ছায়াছবিতে রূপান্তরিত হয়েছে। তিনি বহু বছর আনন্দবাজার পত্রিকার সাথে যুক্ত ছিলেন। সাহিত্য একাডেমী, রবীন্দ্র পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন।

No comments:
Post a Comment