বারট্রান্ড উইলিয়াম রাসেল
Bertrand William Russel
১৮৭২ - ১৯৭০
অনেকের মতেই এই শতাব্দীর শ্রেষ্ঠতম মনীষী বারট্রান্ড রাসেল। কেননা, মানব বিজ্ঞানের বিবিধ শাখাতে তাঁর অনায়াস পদচারণা আমাদের বিস্মিত করে। দর্শনের গূঢ়তত্ত্ব থেকে দুরূহ বিজ্ঞান, সাহিত্যের অঙ্গন থেকে সমাজ-বিদ্যার সুত্র, এ-সবই ছিল তার অনায়াস আয়ত্ত।
প্রকৃতপক্ষে একজন মনীষীর পক্ষে একটিমাত্র পার্থিব জীবনে এতগুলো বিষয়ে আলোকপাত করাটা সত্যিই বিরলতম ঘটনা।মানব জিজ্ঞাসার যে শাখাতেই তিনি মন দিয়েছেন সেটিই হয়েছে পল্লবিত। এর অন্তরালে ছিল রাসেলের অসাধারণ ধী-শক্তি ও অসামান্য মেধা।
Darshaner Ruparekha
Marriage and Morals

No comments:
Post a Comment