14/09/2018

রাজমালা - ভূপেন্দ্রচন্দ্র চক্রবর্ত্তী


(চৈতন্য চরিতামৃত এবং কৃত্তিবাসী রামায়ণের থেকেও প্রাচীন)




'রাজমালা বাংলা পদ্যে রচিত ত্রিপুরা ও তার রাজবংশের ইতিহাস। রাজা ধর্মমাণিক্যের সময় ১৪৩১ খ্রিস্টাব্দে প্রথম রচিত এই গ্রন্থ চৈতন্য চরিতামৃত ও কৃত্তিবাসী রামায়ণের থেকে প্রাচীন। বিভিন্ন সময়ে এ গ্রন্থ নতুন অংশ যোগে হালনাগাদ করা হয়েছে। এই সংস্করণ মূল রাজমালার কিশোরপাঠ্য রূপ।'


.

.

No comments:

Post a Comment