লুই আরাগঁ
(৩.১০.১৮৯৭-২৮.১২.১৯৮২)
বিশিষ্ট ফরাসি কবি, ঔপন্যাসিক ও রাজনীতিক লুই আরাগঁ ১৮৯৭ সালের ৩ অক্টোবর প্যারিসে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন মা ও দিদার কাছে। তার জনক লুই অ্যান্ড্রুক্স ছিলেন ফরক্যালকুয়ার সংঘের সিনেটর। তবে অ্যান্ড্রুক্স আরাগঁকে সন্তান হিসেবে স্বীকৃতি দেননি, যা পরবর্তী সময়ে আরাগঁর কাব্যকর্মকে ব্যাপক প্রভাবিত করেছিল।
১৯১৯ থেকে ১৯২৪ সাল পর্যন্ত শিল্প সাংস্কৃতিক আন্দোলন দাদাইজমে জড়িত ছিলেন তিনি। ১৯২৪ সালে সুররিয়ালিজমের প্রতিষ্ঠাতা সদস্য হন। ১৯২০ সাল থেকেই যিনি ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ১৯২৭ সালে পার্টিতে যোগ দেন। ১৯৩৩ সালে পার্টির পত্রিকায় লেখালেখি শুরু করেন।
১৯৩৯ সালে রুশ বংশোদ্ভূত লেখিকা এলসা ট্রায়োলেটকে বিয়ে করেন। বিভিন্ন আঙ্গিকে আরাগঁর কবিতা ছিল বৈচিত্র্যময়। প্রচলিত ধরনের কবিতা এবং কাব্যধর্মী দুটোর গুরুত্ব ছিল তার কাছে সমান। এ দুটো ধারায়ই তিনি নতুন প্রাণের সঞ্চার করেন। ১৯৮২ সালের ২৮ ডিসেম্বর তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন। —ইমরান রহমান
লুই আরাগঁর নির্বাচিত সঙ্কলন - পাবলো নেরুদা, ওয়ালডো ফ্র্যাঙ্ক সমূহের আরাগঁ সম্পর্কে লেখা, আরাগঁর কবিতা, প্রবন্ধ এবং গল্পের সংকলন।
১৯১৯ থেকে ১৯২৪ সাল পর্যন্ত শিল্প সাংস্কৃতিক আন্দোলন দাদাইজমে জড়িত ছিলেন তিনি। ১৯২৪ সালে সুররিয়ালিজমের প্রতিষ্ঠাতা সদস্য হন। ১৯২০ সাল থেকেই যিনি ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ১৯২৭ সালে পার্টিতে যোগ দেন। ১৯৩৩ সালে পার্টির পত্রিকায় লেখালেখি শুরু করেন।
১৯৩৯ সালে রুশ বংশোদ্ভূত লেখিকা এলসা ট্রায়োলেটকে বিয়ে করেন। বিভিন্ন আঙ্গিকে আরাগঁর কবিতা ছিল বৈচিত্র্যময়। প্রচলিত ধরনের কবিতা এবং কাব্যধর্মী দুটোর গুরুত্ব ছিল তার কাছে সমান। এ দুটো ধারায়ই তিনি নতুন প্রাণের সঞ্চার করেন। ১৯৮২ সালের ২৮ ডিসেম্বর তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন। —ইমরান রহমান
লুই আরাগঁর নির্বাচিত সঙ্কলন - পাবলো নেরুদা, ওয়ালডো ফ্র্যাঙ্ক সমূহের আরাগঁ সম্পর্কে লেখা, আরাগঁর কবিতা, প্রবন্ধ এবং গল্পের সংকলন।
No comments:
Post a Comment