রাবণায়ন
Ravanayan
কামাক্ষ্যা ভট্টাচার্য্য
Kamakhya Bhattacharya
"রামের প্রতি রাবণের বিমুখতা এ কারণে নয় যে, রাম তাঁর শত্রুপক্ষাবিলম্বী ছিলেন, মূলতঃ এ কারণে যে, রামচন্দ্র সীতা উদ্ধারের নামে আর্য জাতির সম্প্রসারণের অভিযানকে সুদুর দক্ষিণের লঙ্কাদ্বীপ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত এবং ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্ণ-শ্রেষ্ঠত্ত্বের ধারণার ওপর আধারিত, রন্ধ্রে-রন্ধ্রে অসাম্য ও বৈষম্য পূরিত ব্রাম্ভণ্যসেবিত রাজতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে সচেষ্ট। "
No comments:
Post a Comment